আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলার শুনানি শুরু হল।
নজরবন্দি ব্যুরোঃ নেদারল্যান্ডসের হেগ-এর আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলার শুনানি শুরু হল। এদিন শুনানিতে ভারতের তরফে দাঁড়িয়ে আইনজীবী হরিশ সালভে বলেছেন, কুলভূষণকে পাকিস্তানি সরকার বেআইনিভাবে আটকে রেখেছে। এমনকী বারবার আবেদনের পরও কনস্যুলার অ্যাকসেস দেয়নি। যা আন্তর্জাতিক আইন বিরোধী।
সালভের অভিযোগ, নিজেদের দাবির স্বপক্ষে পাকিস্তানের কাছে কোনও প্রমাণ নেই। কোনও কাগজপত্রও দেখাতে পারেনি পাকিস্তান। পাকিস্তানে এক ভারতীয়র জীবন বিপন্ন। সেদেশের সেনা আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে। নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে পাকিস্তান। কুলভূষণের ক্ষেত্রে ১৩ বার কনস্যুলার অ্যাকসেস চাইলেও তা দেওয়া হয়নি। এই ঘটনা অবশ্যই বেআইনি। শুনানি চলবে আরও ৩ দিন।

No comments