Header Ads

জঙ্গি হামলার পর নিজের ছবি মুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অজয় দেবগন।

নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি কেও বাদ যাচ্ছেন না। এই হামলায় ক্ষুদ্ধ বলিউডও।
অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশনের তরফে ভারতে পাকিস্তানের শিল্পীদের নিসিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসবের মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন বলিউড অভিনেতা অজয় দেবগন। তাঁর আগামী মুক্তি প্রাপ্ত ছবি 'টোটাল ধামাল' কোনওভাবেই পাকিস্তানে মুক্তি পাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অজয়।

রবিবারই টুইট করে একথা জানান অভিনেতা।পরিচালক ইন্দ্র কুমারের এই ছবিতে অজয় দেবগন ছাড়াও দেখা যাবে মাধুরী দীক্ষিত, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, রীতেশ দেশমুখ, অনিল কাপুর সহ আরও অনেকেই। আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.