অমৃতা সিং কে নিয়ে এই প্রথম মুখ খুললেন করিনা।
নজরবন্দি ব্যুরো: অমৃতার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সইফের দ্বিতীয় বিয়ে বহু আলোচিত বিষয় হয়ে দাঁড়ায়। অমৃতার সঙ্গে সইফের সম্পর্ক নিয়ে জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'এ প্রশ্ন করা হয় করিনাকে । জবাবে করিনা জানান, সইফ জানিয়েছিলে, 'আমার দুই সন্তান আমার পরিবার। ওরা আমার সঙ্গেই থাকবে। ওরা খুবই গুরুত্বপূর্ণ আমার জীবনে।' এটা শুনে করিনা সেই সময় সইফকে বলেন,'আমি তোমাকে ভালোবাসি, আর তোমার সঙ্গে যাঁরা থাকবেন তাঁদেরও নিজের করে নেব।
আমি তখন সইফের সঙ্গে পাগলের মতো প্রেম করছি। এখনও তাই, আর ভবিষ্য়তেও তাইই থাকবে।' এরপরই অমৃতার প্রসঙ্গ ওঠে। করিনা জানান, অমৃতার জন্য তাঁর মনে খুবই শ্রদ্ধা রয়েছে। তবে তাঁরা কোনওদিনই সামনাসামনি হননি। অমৃতার সঙ্গে সইফের বিবাহ বিচ্ছেদের পর করিনার সঙ্গে সইফের ঘনিষ্ঠতা শুরু হয় বলে জানান রণধীর কন্যা করিনা।
আমি তখন সইফের সঙ্গে পাগলের মতো প্রেম করছি। এখনও তাই, আর ভবিষ্য়তেও তাইই থাকবে।' এরপরই অমৃতার প্রসঙ্গ ওঠে। করিনা জানান, অমৃতার জন্য তাঁর মনে খুবই শ্রদ্ধা রয়েছে। তবে তাঁরা কোনওদিনই সামনাসামনি হননি। অমৃতার সঙ্গে সইফের বিবাহ বিচ্ছেদের পর করিনার সঙ্গে সইফের ঘনিষ্ঠতা শুরু হয় বলে জানান রণধীর কন্যা করিনা।
Loading...
কোন মন্তব্য নেই