Header Ads

জঙ্গিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান!

নজরবন্দি ব্যুরো: এবার তালিবান জঙ্গিদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্ব বিখ্যাত সংবাদ-প্রতিষ্ঠান গালফ নিউজ জানাচ্ছে এই খবর। অন্যদিকে আল জাজিরার দাবি আগামীকাল সোমবারই এই বৈঠক হতে চলেছে। এর আগে তালিবানদের সঙ্গে একপ্রস্ত বৈঠক হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের।

অপরদিকে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানও বেশ চিন্তিত। জম্মু-কাশ্মীরে পুলওয়ামা হামলার পরে এমনিতে আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তান আরও সমস্যার মধ্যে।
সেই পরিপ্রেক্ষিতে এই ইসলামাবাদে ১৮ তারিখে এই বৈঠকে তালিবানদের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও বৈঠক হবে। ২০০১ সালের পর এই প্রথম পাক প্রধানমন্ত্রীর সঙ্গে তালিবানের বৈঠক হতে চলেছে। এই বৈঠক খুবি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.