শহীদ সি আর পি এফ জওয়ানদের জন্য অনন্য নজীর গড়লেন বিদর্ভ এর ক্রিকেটাররা।
নজরবন্দি ব্যুরোঃ ঘরোয়া ক্রিকেটে আধিপত্য বজায় রাখল রনজি চ্যাম্পিয়ন বিদর্ভ। এরপর আবার ইরানি কাপ জিতে নিল তারা।
কিন্তু কাশ্মীরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা কে উপেক্ষা করতে পারেননি বিদর্ভ এর ক্রিকেটাররা। তাই ইরানি কাপ জেতার পরেই বিদর্ভের অধিনায়ক ফৈয়াজ ফজল জানিয়ে দেন, চ্যাম্পিয়ন হওয়ার পুরো প্রাইজ মানিটাই পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারকে দেওয়া হবে।
ফৈয়াজ বলেন ‘‘দল হিসেবে পুরস্কারের অর্থ শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দল ও বিদর্ভ ক্রিকেট সংস্থার এটাই সামান্য উদ্যোগ।’’ উল্লেখ্য, ইরানি কাপের জন্য ১০ লক্ষ টাকা পুরস্কার অর্থ পাবে বিদর্ভ। এই টাকাটাই শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিন্তু কাশ্মীরে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা কে উপেক্ষা করতে পারেননি বিদর্ভ এর ক্রিকেটাররা। তাই ইরানি কাপ জেতার পরেই বিদর্ভের অধিনায়ক ফৈয়াজ ফজল জানিয়ে দেন, চ্যাম্পিয়ন হওয়ার পুরো প্রাইজ মানিটাই পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারকে দেওয়া হবে।

No comments