ওয়েবসাইটের মাধ্যমে আপনিও শহিদ পরিবারগুলির পাশে দাঁড়াতে পারেন!
নজরবন্দি ব্যুরো: কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গিহানায় ৪০ সিআরপিএফ জওয়ানের শহিদ মৃত্যুর ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। হামলাকারীদের বিরুদ্ধে এখুনি প্রতিশোধ নেবার দাবি করছে সাধারণ মানুষ। এর পাশাপাশি শহিদদের পরিবারের প্রতিও রয়েছে সমবেদনা। অনেকেই তাদের পাশে দাঁড়াতেও উত্সাহ প্রকাশ করছেন।
শহিদ পরিবারগুলির পাশে দাঁড়াতে সাধারণ নাগরিকের জন্য আরও সহজ ব্যবস্থা করে দিল কেন্দ্রীয় সরকার।
এবার অনলাইনেই আর্থিক অনুদান পাঠানো যাবে শহিদ জওয়ানদের পরিবারকে।
সেজন্য একটি বিশেষ তহবিল খুলেছে ভারত সরকার। সঙ্গে চালু করা হয়েছে একটি ওয়েবসাইটও। সেখানে অনুদান জমা করলেই পৌঁছে দেওয়া হবে শহিদদের পরিবারের কাছে। মোদী সরকারের চালু করা bharatkeveer.gov.in ওয়েবসাইটে গিয়ে অনুদান জমা দিলেই তা পৌঁছে যাবে শহিদ জওয়ানদের পরিবারের কাছে। কোন জওয়ানের পরিবারকে অনুদান পাঠাতে চান তা-ও নির্বাচন করতে পারবেন আপনি।
শহিদ পরিবারগুলির পাশে দাঁড়াতে সাধারণ নাগরিকের জন্য আরও সহজ ব্যবস্থা করে দিল কেন্দ্রীয় সরকার।
এবার অনলাইনেই আর্থিক অনুদান পাঠানো যাবে শহিদ জওয়ানদের পরিবারকে।
সেজন্য একটি বিশেষ তহবিল খুলেছে ভারত সরকার। সঙ্গে চালু করা হয়েছে একটি ওয়েবসাইটও। সেখানে অনুদান জমা করলেই পৌঁছে দেওয়া হবে শহিদদের পরিবারের কাছে। মোদী সরকারের চালু করা bharatkeveer.gov.in ওয়েবসাইটে গিয়ে অনুদান জমা দিলেই তা পৌঁছে যাবে শহিদ জওয়ানদের পরিবারের কাছে। কোন জওয়ানের পরিবারকে অনুদান পাঠাতে চান তা-ও নির্বাচন করতে পারবেন আপনি।

No comments