Header Ads

জঙ্গি হামলার প্রতিবাদ, ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় ঢেকে দেওয়া হল ইমরানের ছবি।

নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রী হবার আগে মুখে সন্ত্রাসবাদ নির্মূলের কথা বললেও প্রধানমন্ত্রী হবার পর তিনি সযত্নে পাকিস্তানে জঙ্গিদেরই লালন পালন করে চলেছেন ।
সেজন্যই পুলওয়ামার মতো ভয়াবহ জঙ্গি হানায় জইশ প্রধান মাসুদ আজহারের যোগ মানতে চায়নি পাক সরকার। সে দেশের সরকারের এহেন আচরণে প্রাক্তন ক্রিকেট তথা পাক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে ক্ষোভ জমতে শুরু করেছে তার অনুরাগীদের মধ্যে। যার বহিঃপ্রকাশ ঘটল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপে। এবার পাক প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপ জয়ী প্রাক্তন পাক অধিনায়কের বিরুদ্ধে চরম পদক্ষেপ নিল ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াও। মুম্বইয়ের বিখ্যাত এই ক্লাবে রয়েছে বিশ্বের কালজয়ী ক্রিকেটারদের চিত্র বা পোট্রেইট।

কিন্তু পুলওয়ামা জঙ্গি হানায় পাক প্রশাসনের অবস্থান দেখে শুক্রবার ইমরান খানের সেই ছবি ঢেকে দিল ক্লাব কর্তৃপক্ষ। ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট প্রেমাল উদানি জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে এটাই তাঁদের প্রতিবাদের ভাষা। ছবিটি সেখান থেকে চিরকালের মতো সরিয়ে দেওয়া হতে পারেও বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.