Header Ads

কংগ্রেসের সঙ্গে সমঝোতা প্রশ্নে বামফ্রন্টের মধ্যে ভাঙনের ছবি স্পষ্ট!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে রাজ্যে বাম-কংগ্রেস জোট হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। আসন সমঝোতার প্রশ্নে বামফ্রন্ট মধ্যে বিরোধ আছে। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার প্রশ্নে আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের প্রবল আপত্তি আছে।
আসন সমঝোতার প্রশ্নে সিপিআই(এম) এর বৃহৎ অংশ অনেক আগে থেকেই উৎসাহী ছিল। সম্প্রতি সীতারাম ইয়েচুরি ও রাহুল গান্ধীর বৈঠক জোট নিয়ে এই রাজ্যে কিছুটা ইতিবাচক বার্তা দিয়েছে। তবে শুরুতে আপত্তি থাকলেও বিজেপি তৃণমূল ভোটকে ঐক্যবদ্ধ করতে সিপিআই(এম) এর পশ্চিমবঙ্গ কমিটিও আসন সমঝোতার দিকে ঝুঁকে পড়েছে।

অন্যদিকে, কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে বামফ্রন্টের সত্যি কিছু লাভ হয়েছে?  এই প্রশ্ন তুলে আরএসপি-ফরওয়ার্ড ব্লক এই জোটের বিরুদ্ধে।
সিপিআই(এম) সূত্রে খবর, সমঝোতার বিপক্ষেই সুর চড়িয়েছে এই দুই বাম শরিক দল।
যদিও জোট নিয়ে বামফ্রন্টগতভাবে কোনও বৈঠক এখনও পর্যন্ত হয়নি। আরএসপি’র যেমন স্পষ্ট বক্তব্য, বাম ভোটের উপর ভর করে কংগ্রেস এখন রাজ্য বিধানসভায় বিরোধী দল। কংগ্রেসের ভোট তো বামেদের দিকে আসে না। উল্টে কংগ্রেস সমর্থকরা বামেদের ভোট দেয় না। দরকার পড়লে সেই ভোট যায় তৃণমূল বা বিজেপির দিকে। বামেদের ভুল জোট রাজনীতির ফলে বামেদের পকেট ভোট চলে-গিয়েছে কংগ্রেসের দিকে।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.