Header Ads

শ্রীনগর-জম্মু হাইওয়েতে জঙ্গি হামলা। শহীদ ৮ জওয়ান!

নজরবন্দি ব্যুরোঃ আবার জঙ্গিদের আক্রমনে শহীদ হলেন সেনা। শ্রীনগর-জম্মু হাইওয়ের উপর দিয়ে বাসে চেপে যাচ্ছিলেন সিআরপিএফ জওয়ানরা।
সেইসময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।এদিন বিস্ফোরণের পর গ্রেনেড, গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা।পুরো ঘটনা থেকে পরিস্কার যে রীতিমত পরিকল্পনা করে এই হামলা চালায় তারা। নির্বিচারে ঘিরে নিয়ে গুলি চালায় জঙ্গিরা। এরপর ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশবাহিনী।এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত প্রায় ২৫ জন জওয়ান। তাঁদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

 হামলার পরই ঘটনার দায় স্বীকার করে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ। বহু দিন পর এত বড় হামলা চালাতে সমর্থ হল জঙ্গিরা।জম্মু-শ্রীনগর হাইওয়ে বেশ কিছুদিন বরফের কারণে বন্ধ থাকার পর সবে গত বুধবার খুলেছে। তারপর এদিন সেই রাস্তা ধরে এগোচ্ছিল সিআরপিএফ কনভয়। আর তারপর ঘটলো এইরকম ঘটনা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.