Header Ads

মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ত্রিপুরার মন্ত্রীর বিরুদ্ধে! পদত্যাগ দাবি করলেন বাম নেতৃত্ব।

নজরবন্দি ব্যুরো: আবার অশ্লীলতার অভিযোগ বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে। এবার ঘটনাস্থল ত্রিপুরা। এই ঘটনার পরে প্রবল সমালোচনার মুখে বিজেপির মন্ত্রী মনোজকান্তি দেব।

জানা গিয়েছে,  নিজেরই সহকর্মীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল ত্রিপুরার বিজেপির তরুণ নেতা তথা মন্ত্রী মনোজকান্তি দেবের বিরুদ্ধে। ওই মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে বামফ্রন্ট। কিছুদিন আগে ত্রিপুরায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেখানে একটি জনসভা করার পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যে মঞ্চে প্রধানমন্ত্রী প্রকল্পগুলি উদ্বোধন করেন, সেই মঞ্চেই বেফাঁস কীর্তি ত্রিপুরার মন্ত্রী মনোজকান্তি দেবের। অভিযোগ, মঞ্চে দাঁড়িয়ে এক সহকর্মী তথা রাজ্যের আরেক আদিবাসী মন্ত্রী সান্ত্বনা চাকমার কোমরে হাত দিয়ে জাপটে ধরেন তিনি। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মনোজ সান্ত্বনা কোমরে হঠাৎই আপত্তিকর-ভাবে হাত দিচ্ছেন।
বুঝতে পেরে হাত সরিয়ে দেন সান্ত্বনা। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


আর এই ভিডিও ভাইরাল হতেই ত্রিপুরার এই মন্ত্রীর নিয়ে সমালোচনা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। যদিও মনোজকান্তি দেবের পদত্যাগ দাবি করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বামফ্রন্ট।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.