দূর্ঘটনায় আহত পরীক্ষার্থীদের চিকিৎসা করিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন খাদ্যমন্ত্রী।
নজরবন্দি ব্যুরোঃ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দায়িত্ব পরায়ণতা এবং মানবিক মুখ দেখল শহর কলকাতা। আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। রাজ্যজুড়ে পরীক্ষার্থীরা জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রের দিকে বেড়িয়ে পড়েছিল সঠিক সময়েই। রাজ্যের বিভিন্ন যায়গার লাখো পরীক্ষার্থীদের মতই আজ জীবনের প্রথম পরীক্ষা দিতে বেরিয়েই অঘটনের মুখোমুখি হয় তিন পরিক্ষার্থী।
সল্টলেক তিন নম্বর ট্যাঙ্কের কাছে তিন পরিক্ষার্থীকে নিয়ে একটি অটো আজ সকালে হটাৎ নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ে! চালকের ভুলে পরিক্ষার্থীদের নিয়ে অটো সোজা ধাক্কা মারে খাদ্যমন্ত্রীর গাড়ির ডানদিকে। দূর্ঘটনার জেরে আহত হয় তিন পরীক্ষার্থী। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কাল বিলম্ব না করে তিন পড়ুয়া কে নিয়ে তৎক্ষণাৎ পৌঁছে যান বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে দাঁড়িয়ে থেকে তাদের চিকিৎসা করান এবং পৌঁছে দেন পরীক্ষা কেন্দ্র লবঙ্গহ্রদ বিদ্যাপিঠে। অটোর চালক কে গ্রেফতার করেছে পুলিশ।
কোন মন্তব্য নেই