Header Ads

পুলওয়ামা জঙ্গি হামলার নিন্দায় চীন!

নজরবন্দি ব্যুরো: পুলওয়ামায় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ৪০ সেনার। এই ঘটনায় এবার ভারতের পাশে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। তীব্র ভাষায় সেনাদের উপর হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্যরা।
এই বিবৃতিতে একমত হয়েছে চীন-সহ নিরাপত্তা পারিষদের ১৫টি স্থায়ী এবং অস্থায়ী সদস্য দেশ। অনেক বছর পরে এবার পুলওয়ামা হামলায় পাক মদত-পুষ্ট জঙ্গি-গোষ্ঠীর নিন্দায় বাধ্য হল বেজিং।
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবারুদ্দিন টুইট করে ওই বিবৃতিটি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, '‌এই প্রথম রাষ্ট্রপুঞ্জে বেশ কয়েকটি নতুন পদক্ষেপ করা হল। জটিল কূটনৈতিক পরিস্থিতিতে দেরিতে হলেও ভাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'‌

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.