Header Ads

"শেষটুকু দিয়ে শুধু ভালোবাসতে পারি..." সুদেষ্ণা মুখোপাধ্যায়

অশনি সংকেত
কবিঃ সুদেষ্ণা মুখোপাধ্যায়৷
বুঝে গেছি, আর ফিরবেনা তুমি
ফেরাতেও চাইনা যে আর
জমে থাক সব অভিমান দিয়ে গড়া
ভীষণ শুকনো এমন একটা পাহাড়।
যে পাহাড়চূড়োয় মেঘ বাধেনি ঘর
বৃষ্টি হবেনা ওইমুখো কোনোদিন
খসখসে পাথরে রয়ে যাবে
শুকিয়ে যাওয়া ঝর্ণার সব ঋণ।
তবু তুমি মুখ ফিরিয়েই থেকো
ভুলে যেও যে পথে আমার আসা যাওয়া
এমনই বোধহয় হওয়ার ছিল হয়েছে
জানোতো আমি ভীষণ ছন্নছাড়া।
মনখারাপে করতে পারিনা বিরক্ত
মনভালোতেও নেই আবেগের বাড়াবাড়ি
সব না দেওয়ার মাঝেও কেবল আমি
শেষটুকু দিয়ে শুধু ভালোবাসতে পারি।


 কবিঃ সুদেষ্ণা মুখোপাধ্যায়
কান্দিভালি ওয়েষ্ট, মুম্বাই ৪০০০৬৭

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.