"শেষটুকু দিয়ে শুধু ভালোবাসতে পারি..." সুদেষ্ণা মুখোপাধ্যায়
অশনি সংকেত
কবিঃ সুদেষ্ণা মুখোপাধ্যায়৷
বুঝে গেছি, আর ফিরবেনা তুমিফেরাতেও চাইনা যে আরজমে থাক সব অভিমান দিয়ে গড়াভীষণ শুকনো এমন একটা পাহাড়।যে পাহাড়চূড়োয় মেঘ বাধেনি ঘরবৃষ্টি হবেনা ওইমুখো কোনোদিনখসখসে পাথরে রয়ে যাবেশুকিয়ে যাওয়া ঝর্ণার সব ঋণ।তবু তুমি মুখ ফিরিয়েই থেকোভুলে যেও যে পথে আমার আসা যাওয়াএমনই বোধহয় হওয়ার ছিল হয়েছেজানোতো আমি ভীষণ ছন্নছাড়া।মনখারাপে করতে পারিনা বিরক্তমনভালোতেও নেই আবেগের বাড়াবাড়িসব না দেওয়ার মাঝেও কেবল আমিশেষটুকু দিয়ে শুধু ভালোবাসতে পারি।
কবিঃ সুদেষ্ণা মুখোপাধ্যায়
কান্দিভালি ওয়েষ্ট, মুম্বাই ৪০০০৬৭
কোন মন্তব্য নেই