Header Ads

তামিলনাড়ুতে জোট গড়ল বিজেপি।

নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলছেন, দেশ 'মজবুর' সরকার চায় না, বরং মজবুত সরকার চায়। অথচ, সেই বিজেপিই ভোটের আগে নিজেদের ঘর গুছিয়ে নিল। দু'দিনে দুই বড় রাজ্যে জোট ঘোষণা করে ফেলল গেরুয়া শিবির।

সোমবারই শিব সেনার সঙ্গে জোটের কথা ঘোষণা করা হয়। জানানো হয়, মহারাষ্ট্রে ২৫:২৩ ফর্মুলায় লড়বে দুই শিবির। মঙ্গলবার দক্ষিণের আরেক বড় রাজ্য তামিলনাড়ুতে এআইএডিএমকের সাথে জোট ঘোষণা করল বিজেপি। আগামী লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়বে দুই দল। সেই সঙ্গে ২১টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও একসঙ্গে লড়াই করবে তারা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.