Header Ads

"আমার ছেলে হলে, তাকে সেনাবাহিনীতে পাঠাব:" অভিষেক বন্দ্যোপাধ্যায়

নজরবন্দি ব্যুরো: পুলওয়ামায় ৪০ জন সেনার মৃত্যু। আহত হয়েছেন বহু সেনা। আর এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোট দেশকে। এবার সেই প্রেক্ষিতে পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা-জ্ঞাপন করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমার ছেলে হলে, তাকে সেনাবাহিনীতে পাঠাব।' অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি খোলা চিঠি লেখেন। তিনি লেখেন, ' পুলওয়ামার ঘটনার পর দেশবাসীর মতো আমিও মর্মাহত। অনেক কথা হয়েছে, এবার সময় এসেছে কয়েকটি পদক্ষেপ করার। বাহিনীর কল্যাণে আমি আমার তিন মাসের বেতন দিলাম। জানি এটা সমুদ্রের কাছে এক ফোঁটা জল।
কিন্তু ছোটো ছোটো ফোঁটা হয়েই তো সমুদ্র তৈরি হয়।' চিঠিতে বেশ কিছু প্রস্তাবও রাখেন তিনি। তাঁর দাবি করেন, ' এবার এমন আইন আনা উচিত, যাতে দেশের প্রত্যেক বাড়ি থেকে এক জন করে সদস্য দেশের সেবায় বাহিনীতে যোগ দেয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.