মুস্তাক আলি টি-২০ এর জন্য বাংলার দল ঘোষণা। এক বছর পর খেলবেন ঋদ্ধিমান।
নজরবন্দি ব্যুরোঃ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের জন্য রবিবার দুপুরে ১৫ সদ্যসের বাংলা দল বেছে নিলেন নির্বাচকেরা। প্রত্যাশিতভাবেই দলে ঢুকলেন ঋদ্ধিমান সাহা।
প্রায় বছরখানেক পর আবার প্রতিযোগিতা মূলক ক্রিকেটে নামতে চলেছেন ঋদ্ধি। সাংবাদিকদের ঋদ্ধি বলেন 'টিমের প্রয়োজনে আমি যে কোনও জায়গায় ব্যাট করতে রাজি। তবে আমার কাছে পছন্দ জানতে চাইলে অবশ্যই ওপেন করতে চাইব।' কাঁধের চোট সারিয়ে তিনি কি কিপিং করবেন? ঋদ্ধিমানের জবাব, 'অবশ্যই কিপিং করব। এটা নিয়ে কোনও সংশয় নেই।
'অপরদিকে এবারের দলে দলে বিরাট কোনও চমক নেই। শুধু সুদীপ চ্যাটার্জির বদলে দলে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-২৩ দলের নেতা ঋত্বিক রায়চৌধুরি। ১৫ জনের দল এই রকম। মনোজ তেওয়ারি (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, ঋদ্ধিমান সাহা, অশোক দিন্দা, শ্রীবত্স গোস্বামী, বিবেক সিং, ঋত্বিক চ্যাটার্জি, ঋত্বিক রায়চৌধুরি, শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামাণিক, কণিষ্ক শেঠ, সায়ন ঘোষ, ঈশান পোড়েল, প্রয়াস রায়বর্মন ও অয়ন ভট্টাচার্য।
প্রায় বছরখানেক পর আবার প্রতিযোগিতা মূলক ক্রিকেটে নামতে চলেছেন ঋদ্ধি। সাংবাদিকদের ঋদ্ধি বলেন 'টিমের প্রয়োজনে আমি যে কোনও জায়গায় ব্যাট করতে রাজি। তবে আমার কাছে পছন্দ জানতে চাইলে অবশ্যই ওপেন করতে চাইব।' কাঁধের চোট সারিয়ে তিনি কি কিপিং করবেন? ঋদ্ধিমানের জবাব, 'অবশ্যই কিপিং করব। এটা নিয়ে কোনও সংশয় নেই।

No comments