সিআইডি তদন্তের মাঝেই আবার প্রশ্নফাঁস অঙ্কের! কি চলছে রাজ্যে? #NajarbandiSuperExclusive
এই ঘটনায় রাজ্য সরকারের ব্যার্থতাকে একহাত নিয়েছেন সিপিআইএম নেতা তথা বিধানসভার বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন "অপদার্থ ওয়ার্থলেস একটা দায়িত্বজ্ঞানহীন সরকার চলছে। এখন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় স্কুল কমিটিগুলো একমুখী মনোভাবে চলছে। সবটাই তো শাসক দল তার বাইরে কিছু না।" পাশাপাশি লাগাতার চারদিন প্রশ্ন ফাঁসের মত ঘটনায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ে পদত্যাগ দাবি করে সুজন চক্রবর্তী বলেন, "শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত এবং মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কে অবিলম্বে পদচ্যুত করা উচিত"।
নজরবন্দির আবেদন অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করুক প্রশাসন এবং বিবৃতি দিন শিক্ষামন্ত্রী।
দেখুন আজকের ফাঁস হওয়া অঙ্কের প্রশ্নপত্র
(হোয়াটস অ্যাপে ফাঁস হওয়া প্রশ্নপত্র যাচাই করেনি নজরবন্দি)


This paper is fake. Please check the question
ReplyDelete