আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনার জন্যেই শুরু হল বাংলা ২১, তাই একবার পড়ুন।
আপনাদের আন্তরিক আহ্বানে আমরা শুরু করলাম পথ চলা, বাংলা ২১। সাহিত্যিক বা বাংলা বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু বাংলা ভাষা কে ভালবাসার।
নজরবন্দির সর্বস্তরের পাঠকদের কাছেই আহ্বান রইল এই মাতৃভাষা দিবসে, স্বরচিত লেখা পাঠান। তবে কেবল স্বরচিত লেখা নয়, নিজের তোলা/আঁকা ছবি, গাওয়া গান বা কবিতার ভিডিও(সেটা অবশ্য নিজের লেখা না হলেও চলবে) সবই পাঠাতে পারেন। জিনিয়াস ক্রিয়েটিভ মিডিয়ার বই প্রকাশের অধিকার রয়েছে। আপনাদের ভালবাসা থাকলে এবং পাঠকদের সহযোগিতা পেলে বাংলা ২১ কে আমরা মাসিক ম্যাগাজিন হিসেবে আত্মপ্রকাশ ঘটাব কথা দিলাম। আপাতত আপনার লেখা প্রকাশিত হবে নজরবন্দি পোর্টাল, নজরবন্দির ফেসবুক এবং ট্যুইটার পেজ সহ বাংলা ২১ ফেসবুক পেজ থেকে। মাসিক ৮০ লক্ষ পাঠকের ওপর পূর্ণ আস্থা রেখে শুরু হল পথচলা।
লেখা পাঠান gcmedia.bangla21@gmail.com বা ৯৮৭৪৭৭২৭৫০ হোয়াটসঅ্যাপ নাম্বারে।
অবশ্যই বাংলা ২১ এর ফেসবুক পেজ টি লাইক এবং ফলো করুন।
লিঙ্কঃ https://www.facebook.com/BanglaEkush/
কোন মন্তব্য নেই