Header Ads

ভোটের আগে বাড়ছে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটের আর বেশি দেরি নেই আর তাঁর আগেই চাকরিজীবীদের জন্য সুখবর। কারণ বৃহস্পতিবার প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বাড়ানোর প্রস্তাব দিল ইপিএফও। ২০১৮-১৯ অর্থবর্ষে ৮.৬৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আগে ছিল ৮.৫৫ শতাংশ। প্রভিডেন্ট ফান্ডের সুদের হার নির্ধারণের দায়িত্বে রয়েছে দ্য সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজ (সিবিটি)।

 সিবিটি-র নেতৃত্বে আবার রয়েছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। ইপিএফও-র হয়ে যাবতীয় সিদ্ধান্ত নেয় তারাই। কোন অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার হার কত হবে, তা ঠিক করার দায়িত্বও তাদের। সিবিটির অনুমোদনের পর বিষয়টি কেন্দ্রীয় অর্থমন্ত্রকে কাছে যায়। যার পর জমা টাকার উপর নয়া সুদের হার কার্যকর হয়। সেই অনুযায়ী সরাসরি টাকা ঢুকে যায় গ্রাহকের অ্যাকাউন্টে।
এ দিন বোর্ডের মিটিং শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার বলেন, ‘‘প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার সুদের হার বাড়িয়ে ৮.৬৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন ইপিএফও কর্তৃপক্ষ।’’ প্রসঙ্গত এর আগে ২০১৬সালে প্রভিডেন্ট ফান্ডের সুদের হার বাড়ানো হয়েছিল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.