Header Ads

আবার পুলওয়ামায় জঙ্গি হানা। মৃত্যু ১ মেজর সহ ৫ জনের!

নজরবন্দি ব্যুরোঃ ১৪ই ফেব্রুয়ারির আত্মঘাতী জঙ্গি হামলার পর আবার জঙ্গি হানা। সেনা ও জঙ্গি সংঘর্ষে নিহত হলেন এক মেজর-সহ চার জন জওয়ান।
গুরুতর আহত আরও কয়েক জন। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবারের আত্মঘাতী হামলার ৬ থেকে ৮ কিলোমিটার দূরে পিঙ্গলানে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ের ফলে প্রাণ হারিয়েছেন মেজর-সহ চার জওয়ান। গুলির লড়াইয়ের মাঝে পড়ে গুরুতর আহত হয়েছেন এক স্থানীয় বাসিন্দাও। জানা গিয়েছে, জঙ্গিরা প্রথমে সেনা কনভয়ে হামলা চালায়। তারপর এলাকায় লুকিয়ে পড়ে।

ভোররাতে অভিযান শুরু করেন সেনাবাহিনী, সিআরপিএফ এবং পুলওয়ামার স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করা হয়। নিরাপত্তার ওপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয়ে যায় গুলিযুদ্ধ। জঙ্গিরা জৈশ-ই-মহম্মদের বলে অনুমান নিরাপত্তা বাহিনীর। এদিকে এই সংঘর্ষের জেরে পুলওয়ামার মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.