Header Ads

বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের স্বপক্ষে মুখ খুললেন পিডিপিনেত্রী মেহবুবা মুফতি।

নজরবন্দি ব্যুরোঃ বিচ্ছিন্নতাবাদী দল জেকেএলএফ নেতা ইয়াসিন মালিককে শুক্রবার গভীর রাতে আটক করেছে পুলিস।
এছাড়া শুক্রবার রাত থেকে শনিবার ভোররাতের মধ্যে রাজ্যের আরেক বিচ্ছিন্নতাবাদী দল জামাত-ই-ইসলামি বা জেইএল-এর বহু নেতাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিস। আর ঠিক এই ঘটনা নিয়ে ফের স্বমূর্তিতে পিডিপিনেত্রী মেহবুবা মুফতি।বিচ্ছিন্নতাবাদীদের ধরপাকড়ের প্রতিবাদ করে তাদের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, কেন্দ্রের এই পদক্ষেপ কোনওমতেই আইনানুগ নয়।

এর ফলে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন মুফতি। তিনি আরও বলেছেন গত ২৪ ঘণ্টায় হুরিয়তের নেতা এবং জামাতের বহু নেতা, কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। এর কারণ বুঝতে পারছি না। এর ফলে জম্মু-কাশ্মীরেপর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে। কোন আইনে তাঁদের গ্রেপ্তারিকে বৈধ বলা হচ্ছে। আপনি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন, তাঁর চিন্তাধারাকে নয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.