মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের দায় স্বীকার করে ইস্তফা দেওয়া উচিত শিক্ষামন্ত্রীর? ৯৪% বললেন হ্যাঁ!!
শিক্ষক, অশিক্ষক কর্মচারী-দের জন্যে নিয়মঃ মোবাইল সুইচ অফ করে প্রধান শিক্ষকের ঘরের আলমারিতে রাখতে হবে। যার চাবি থাকবে প্রধান শিক্ষকদের কাছে। মোবাইল ব্যবহার করতে পারছেন শুধুমাত্র সেন্টার সেক্রেটারি, অফিস ইনচার্জ, ভেনু ইনচার্জ, ভেনু সুপারভাইজার, ভেনু অ্যাডিশনাল সুপারভাইজার! এত সবের পরেও ঠেকানো গেলনা প্রশ্নপত্র ফাঁস। তবে গাফিলতি কার? এতো সর্ষের মধ্যেই ভূত!! সোশ্যাল মিডিয়ায় শিক্ষা দফতরের উদ্দেশ্যে করা হয়েছে কটাক্ষ। নিশানা থেকে বাদ জাননি খোদ শিক্ষামন্ত্রীও। তাই এই বিষয় নিয়ে নজরবন্দির অফিশিয়াল ফেসবুক পেজে একটি জনমত সমীক্ষা রাখা হয়েছে।
পাঠকদের উদ্দেশ্যে প্রশ্ন রাখা হয়েছে
প্রশ্ন ফাঁসের হ্যাট্রিক মাধ্যমিকে! দায় স্বীকার করে ইস্তফা দেওয়া উচিত শিক্ষামন্ত্রীর?
উত্তর দিতে পারেন 'না' অথবা 'হ্যাঁ' অপশনে। উল্লেখ্য বিষয়, কেউ চাইলেও একবারের বেশি ভোট দিতে পারবেন না। ভোট গ্রহন শুরু হয়েছে মাত্র ২ঘন্টা আগে থেকে। এখন পর্যন্ত ১০৬৫ টি ভোট পড়েছে যার মধ্যে ৬৫ জন(৬% পাঠক) ভোট দিয়েছেন 'না' অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান না অপশনে এবং ১০০০ জন(৯৪% পাঠক) ভোট দিয়েছেন হ্যাঁ অর্থাৎ পদত্যাগ চান অপশনে!
ভোট দিতে পারেন আপনিও। ভোটিং অপশন খোলা থাকছে আগামী ৭ দিন। ভোট দিন আপনার পছন্দের অপশনে।
ভোট দেওয়ার জন্যে নিচের লিঙ্কে ক্লিক করুন।
প্রশ্ন ফাঁসের হ্যাট্রিক মাধ্যমিকে! দায় স্বীকার করে ইস্তফা দেওয়া উচিত শিক্ষামন্ত্রীর?

হ্যাঁ
ReplyDeleteHeaa murkho sikha mantri r padottag chai
ReplyDeleteহ্যাঁ অবিলম্বে
ReplyDeleteYes
ReplyDeleteYes
ReplyDeleteYes...
ReplyDeleteYes... 200% sala chorer dol.. exm er question beche taka income kore.
ReplyDeleteyes
ReplyDelete