Header Ads

পাইলট কে সুরক্ষিত দেশে ফেরাতে চাপ পাকিস্তানকে? পাক ডেপুটি হাইকমিশনাকে তলব ভারতের।

নজরবন্দি ব্যুরোঃ এয়ার স্ট্রাইক, গতকাল সাত সকালে ভারতবাসীর ঘুম ভেঙ্গেছে এই দুটি শব্দ শুনে। পুলওয়ামা জঙ্গি হামলার প্রত্যাঘাত হেনেছে ভারতীয় বায়ু সেনা। লাইন অফ কন্ট্রোল পেরিয়ে প্রায় ৮০ কিলোমিটার ভেতরে ঢুকে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটিতে নিখুঁত হামলা, এবং নির্বিঘ্নে প্রত্যাবর্তন।
ভারতীয় বায়ু সেনার মিরাজ ২০০০ বিমান হামলা চালায় জঙ্গি ঘাটির ওপরে, অসমর্থিত সূত্রে খবর মৃত্যু হয় ৩৫০ জন জঙ্গির। ২১ মিনিটের নিখুঁত অপারেশন। আর আজ ভারতের সামরিক শিবির লক্ষ করেই আজ হামলা চালিয়েছে পাকিস্তান বলে জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার।তিনি এটাও জানিয়েছেন আকাশপথে ওই হামলা প্রতিরোধ করার জন্য পাকিস্তান বায়ুসেনার একটি যুদ্ধবিমানকে গুলি করে নামানো হয়েছে, যা গিয়ে পাকিস্তানে পড়েছে। পাশাপাশি প্রায় একই সময়ে মিগ ২১ যুদ্ধ বিমান নিখোঁজ হয় ভারতের যার চালকের খোঁজও পাওয়া যায়নি।
পাকিস্তান দাবি করেছে ওই পাইলট তাঁদের হেফাজতে রয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন রাবীশ কুমার। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রক্তাক্ত এক বন্দি জওয়ানের ছবি, নাম কমান্ডার অভিনন্দন। যাকে বন্দী করে রেখেছে পাকিস্তান।  অভিনন্দন ধরা পড়ার পরে বলেন, "আমি একজন উইং কমান্ডার, নাম অভনন্দন। সার্ভিস নম্বর ২৭৯৮১, হিন্দু। এর বেশি আমি কিছুই বলব না দুঃখিত।"
এর পরেই পাক ডেপুটি হাইকমিশনার কে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক, পাইলট কে ছেড়ে দেওয়ার জন্যে চাপ দেওয়া হবে বলে জানাচ্ছে সূত্র।
সোশ্যাল মিডিয়া সূত্রে পাওয়া ছবি খবরের প্রচ্ছদে ব্যাবহার করা হয়েছে, সত্যতা জাচাই সম্ভব হয়নি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.