Header Ads

এখনই যুদ্ধের ঘোষণা না হলেও সীমান্তে যুদ্ধের পরিস্থিতি!

নজরবন্দি ব্যুরোঃ বায়ু সেনার সার্জিক্যাল স্ট্রাইক এর পর সীমান্তের আকাশে যুদ্ধের মেঘ ঘনিয়ে এসেছে। পাকিস্থানও পাল্টা দিতে তৎপর। ভারতও তৎপর আকাশসীমা লঙ্ঘন করা পাক বিমানকে উচিত শিক্ষা দিতে।এই অবস্থায় মোদী সরকার সমস্ত প্রস্তুতি সেরে রাখতে নির্দেশ দিল।


 যাতে দু-মিনিটেই উড়তে পারে বিমান। যুদ্ধং দেহি মেজাজ দুই দেশেই। সীমান্তের আকাশে যুদ্ধের কালো মেঘ। আশপাশের গ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। নিরাপত্তার বেষ্টনীতে যুদ্ধ সাজে সেজে উঠেছে ভূস্বর্গ। সেনা প্রহরা জোরদার করা হয়েছে, ভারতের সীমায়। পাক বিমান ঢুকে পড়লে যাতে ব্যবস্থা নেয়া যায় খুব তাড়াতাড়ি। তার জন্য তিন বাহিনীকেই কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

 দিল্লিতে দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী। বায়ুসেনার তরফে জানান হয়েছে, প্রত্যেকটি এয়ারবেসকে সতর্ক করে দিয়েছে। এমন ভাবে তৈরি থাকতে বলা হয়ছে যাতে দু-মিনিটেই উড়ে যেতে পারে বিমান। এখনই যুদ্ধের ঘোষণা  না হলেও পাকিস্তানের আক্রমণ রুখতে ভারত তৈরি বলে জানিয়েছে, তিন সেনা প্রধানই।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.