Header Ads

জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বন্ধু ইমরান খানের কাছে কি দাবি করলেন গাওস্কর?

নজরবন্দি ব্যুরোঃ গত ১৪ ফেব্রুয়ারি পুলয়ামায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।
সাধারণ মানুষ থেকে খেলোয়াড় সবাই নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছেন।যেমন হরভজন সিংহ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা বলেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় পাকিস্তানের সঙ্গে সব রকমের সম্পর্ক চ্ছিন্ন করার কথা বলেছেন। এবার মতামত দিলেন সুনীল গাওস্কর ।তিনি পুরনো বন্ধু ইমরান খানের কাছে জঙ্গিদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি রেখেছেন।

গাওস্কর বলেছেন, “ইমরান, তুমি যখন দায়িত্ব নিয়েছিলে, তখন নতুন পাকিস্তান গড়ার কথা বলেছিলে। তুমি বলেছিলে, ভারত এক পা এগোলে, তুমি দুই পা এগোবে। আমি চাই পাকিস্তান যেন প্রথম পা বাড়ায়। যাঁরা সমস্যা তৈরি করছে, তাঁদের ধরো আর রাষ্ট্রপুঞ্জের হাতে দাও। তুমি এই দুই পা এগোও, দেখো ভারত কত পা এগোয়।” কিংবদন্তি ওপেনার আরও বলেন, “আমি রাজনীতিবিদ নই।

তুমি আমার বন্ধু। ওয়াসিম আক্রমও আমার বন্ধু। শোয়েব আখতারও তাই। তুমি প্রথম পদক্ষেপ নাও। তা হলেই নতুন পাকিস্তানের পরিচয় পাব। জঙ্গি-হানার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের প্রত্যার্পণ করো। সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করো। তারপর দেখো ভারত কতটা এগোয়। আমি ক্রীড়াবিদ হিসেবে নিশ্চিত যে ভারতবাসী সাধুবাদ জানাবে।”

1 comment:

Theme images by lishenjun. Powered by Blogger.