Header Ads

কৃষিঋণ মুকুবের লিখিত প্রতিশ্রুতি সহ একাধিক দাবীতে ফের লাল স্রোত মহারাষ্ট্রের রাজপথে!

নজরবন্দি ব্যুরোঃ তাঁদের দাবী পূরন করতে আর কতদিন সময় নেবে সরকার? এই জজ্ঞাসা সামনে রেখে উত্তরের দাবীতে আবার রাস্তায় হাজার হাজার কৃষক সামিল হলেন পদযাত্রায়। লং মার্চ, নাসিক থেকে মুম্বাই, প্রায় ১৬৫ কিলোমিটার রাস্তা হাঁটবেন লালঝাণ্ডাধারী কৃষকরা।
উল্লেখ্য গতবছর মার্চ মাসে প্রায় ৫০ হাজার কৃষক কৃষিঋণ মুকুব সহ একাধিক দাবীতে মিছিল করেছিল।মিছিল শেষে মহারাষ্ট্র সরকার কৃষকদের দাবী পূরনের আশ্বাস দেয়, কিন্তু বছর ঘুরলেও আজও হয়নি দাবী পূরন তাই আবার লং মার্চ।
কৃষক সভার নেতা অশোক ধাওলে জানিয়েছেন মৌখিক নয়, এবার লিখিতভাবে প্রতুশ্রুতি দিতে হবে মুখমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে। পাশাপাশি তিনি জানিয়ে দেন, যতক্ষণ না লিখিত প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে বিক্ষোভ।
দেখুন লং মার্চের ছবি।




No comments

Theme images by lishenjun. Powered by Blogger.