Header Ads

বায়ুসেনার হামলার পর সাংবাদিক সম্মেলনে কি বললেন বিদেশ সচিব বিজয়কেশব গোখলে?

নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ে বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করলেন বিদেশ সচিব বিজয়কেশব গোখলে। তিনি বলেন আজ ভোরে ভারতীয় বায়ুসেনা নিয়ন্ত্রণরেখার ওপারে যে অভিযান চালিয়েছে তাতে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে বলে তিনি জানান।

 তিনি আরও জানান, এই প্রত্যঘাতে মারা গিয়েছে জইশ ই মহম্মদের সিনিয়র কমান্ডাররা। বালাকোটে সবচেয়ে বড় জইশ প্রশিক্ষণ শিবির ধ্বংস করেছে ভারত, জানাল বিদেশমন্ত্রক। বায়ুসেনার এই প্রত্যাঘাতে বহু জঙ্গির মৃত্যু হয়েছে। এই জঙ্গি ঘাঁটি পরিচালনা করত জইশ ই মহম্মদের জঙ্গি নেতা ইউসুফ আজহার। সে মাসুদ আজহারের আত্মীয়।কান্দাহার কাণ্ডের পর ছাড়া পেয়ে মাসুদ আজাহার বালাকোটে ঐ প্রশিক্ষণ শিবির তৈরি করেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেক আরও জানানো হয়, পাকিস্থানকে অনেকদিন আগেথেকে জানানো হয়েছিল কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.