Header Ads

উপনির্বাচনে জয়ী হলেন মেয়র ফিরহাদ হাকিম।

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে দ্বিগুণেরও বেশি ভোটে জয়ী হলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি পেয়েছেন ১৬ হাজার ৫৬৪ ভোট।

তাঁর নিকটতম বিজেপির প্রতিদ্বন্দ্বীকে ১৩ হাজার ৯৮৭ ভোটে পরাজিত করেছেন ফিরহাদ। এই জয়ে স্বভাবতই খুশী ফিরহাদ-সহ কর্মী-সমর্থক ও তাঁর অনুগামীরা। বৃহস্পতিবার কাউন্সিলর হিসেবে শপথগ্রহণ করবেন তিনি।সরকারের আইন সংশোধনের পর মেয়র হিসেবে কাজ শুরু করে দিয়েছিলেন ফিরহাদ হাকিম।

 তবে তিনি কাউন্সিলর ছিলেন না। ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব বিশ্বাস স্বাস্থ্যের কারণে পদত্যাগের পর সেখানে প্রার্থী করা হয় ফিরহাদ হাকিমকে। এই কেন্দ্র থেকে ২০১০ সালে শেষবার নির্বাচিত হয়েছিলেন ফিরহাদ হাকিম।

৮২ নম্বর ওয়ার্ড থেকে ফিরহাদ হাকিমের নিকটতম প্রার্থী বিজেপির জীবন কুমার সেন পেয়েছেন ২৫৭৭ টি ভোট। সিপিআই প্রার্থী শিশিরকুমার দত্ত পেয়েছেন ১৭৩৫ ভোট। এবং কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৫৩৭ টি ভোট।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.