Header Ads

আবার গ্রেফতার সুজন চক্রবর্তী!

নজরবন্দি ব্যুরোঃ বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে এবং আইএনটিইউসি-সহ বিভিন্ন সংগঠনের সমর্থনে দেশজুড়ে ধর্মঘটের ২য় দিন। বুধবার সকালে যাদবপুরে আগের দিনের মতোই পরিস্থিতি।
ধর্মঘটীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। রাস্তা থেকে ধর্মঘটীদের সরিয়ে দিতে গেলেই গণ্ডগোল শুরু হয়ে যায়। মঙ্গলবারের মতোই বুধবারেও গ্রেফতার করা হয় সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীকে। একাধিক জায়গায় রেল অবরোধ হয়েছে এদিন।

এদিন সকালে বর্ধমান শাখার নিমো, শিয়ালদহ-রানাঘাট শাখার শিমুরালিতে অবরোধ করেন ধর্মঘটীরা। শিমুরালিতে তৃণমূল সমর্থকরা পুলিশকে সঙ্গে করে ধর্মঘটীদের তুলে দেয়।ধর্মঘটীদের অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূল সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।

 এদিন সকাল থেকে লক্ষ্মীকান্তপুররনাখানা লাইনে ব্যাহত ট্রেন চলাচল। ট্রেন চলাচল ব্যাহত হয় ডায়মন্ডহারবার লাইনেও। ওভারহেজ তারে একাধিক জায়গায় ধর্মঘটীরা কলাপাতা ফেলে বলে অভিযোগ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.