Header Ads

বালি পাচারের সঙ্গে যুক্ত স্থানীয় প্রশাসন! বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ব্যুরো: বালি মাফিয়াদের নিয়ে উদ্বেগের কথা আগেই জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। এবার বীরভূমে বালি মাফিয়াদের বাড়বাড়ন্ত রুখতে আরও কঠোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রী আর স্থানীয় প্রশাসনের ওপর ভরসা রাখলেন না । বুধবার বোলপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বালি মাফিয়াদের দৌরাত্ম্য রোখার ভার দিলেন জেলা প্রশাসনের ওপর।
মুখ্যমন্ত্রীর নির্দেশ,  বালি পাচার রুখতে বসানো সিসিটিভিতে নজর রাখবেন স্বয়ং জেলাশাসক।

এদিন তৃণমূল সুপ্রিমো বলেন , ' রাজ্যে বালি পাচার রুখতে হবে। রাস্তায় যে সব সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে তার ফুটেজ যেন স্থানীয় পুলিস ও ভূমি রাজস্ব দফতরের হাতে না পৌঁছয়।' এর পরে মুখ্যমন্ত্রী বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন,  'বালি পাচার চক্রে জড়িত পুলিশ ও স্থানীয় ব্লক ভূমি রাজস্ব দফতর। তাদের মদতেই চলছে চোরাচালান।'

এদিন নানুরে লাগাতার হিংসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। স্থানীয় থানার ওসিকে দ্রুত তল্লাশি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলেন।




Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.