Header Ads

শিক্ষক সংগঠনের সঙ্গে বিবাদের জেরেই কি পদত্যাগ করলেন শিক্ষা সংসদের চেয়ারম্যান?

নজরবন্দি ব্যুরো: নতুন বছরের শুরুতেই পদত্যাগ করলেন শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রণব ভট্টাচার্য। গতকাল পদ থেকে তিনি অব্যাহতি চেয়েছেন বলে জানা গিয়েছে। আজ শিক্ষা দপ্তর তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে। ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে পদত্যাগ পত্র পাঠান তিনি। কিছুদিন ধরে শিলিগুড়ির এক শিক্ষক সংগঠনের সঙ্গে তাঁর মতবিরোধ চলছিল। এই ঘটনাতে তিনি ক্ষুব্ধ ছিলেন।
২০১৭ থেকে শিলিগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে ছিলেন তিনি। তিনি বলেন, "আমি আবার কোচবিহারের পঞ্চানন বর্মক বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসাবে কাজে যোগ দেব।"


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.