আন্দোলনের জয়, ওয়ার্ক এডুকেশন-নবম দশমের পর এবার আপার প্রাইমারীতে সুখবর। #BreakingNews
উল্লেখ্য, আগামী সপ্তাহ থেকে নিয়োগ-পত্র দেওয়া শুরু হবে নবম দশমের। হবু শিক্ষকদের নিয়োগ-পত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ। ৬,২৩৮ জনকে নিয়োগ-পত্র দেওয়া হবে। শুক্রবার বিকেলে নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। অন্যদিকে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের কাউন্সেলিং এর নোটিশ ও প্রকাশিত হয়েছে একই সাথে। নতুন বছরের শুরুতেই এই সুখবরের মাঝখানেই যুক্ত হতে চলেছে আরও একটি আনন্দ সংবাদ।
চাকরিপ্রার্থীদের এই স্বপ্নপূরনের ব্যাকগ্রাউন্ড যে আন্দোলন তা বলার অপেক্ষা রাখেনা। চাকরিপ্রার্থীরা জানিইয়েছেন আপারে আপডেট ভ্যাকান্সি তে নিয়োগ না হওয়া পর্যন্ত এই ধারাবাহিক আন্দোলন চলবে।
কোন মন্তব্য নেই