এসসিজির ইতিহাসে নাম উঠল পূজারা ও পন্থের
নজরবন্দি ব্যুরোঃ সিডনিতে বিরল সম্মান চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ। এসসিজির ইতিহাসে নাম উঠল তাঁদের। শুক্রবারই তাঁদের ব্যাট থেকে যথাক্রমে ১৯৩ ও ১৫৯*-এর দুটি আসাধারণ ইনিংস এসেছে এই মাঠে।
এদিন সেই দুটি ইনিংস জায়গা করে নিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডের অনার্স বোর্ডে। এই মাঠের ইতিহাসে, হাতে গোনা কয়েকজনই এই সম্মান পেয়েছেন। শনিবার এই দুই ভারতীয় ক্রিকেটার সেই বোর্ডে তাঁদের নামের পাশে স্বাক্ষরও করেন।
কোন মন্তব্য নেই