তৃণমূলের বিধায়ককে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে!
নজরবন্দি ব্যুরো: উত্তর কাঁথির শাসক দলের বিধায়ক বনশ্রী মাইতিকে বোমা মারার অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মারিশদা থানার শরপাই এলাকায়।
স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুসারে, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই বিধায়কের গাড়ি লক্ষ্য করে বোমা মারার ঘটনাটি ঘটে।
যদিও এই প্রসঙ্গে বিধায়ক জানিয়েছেন, সিপি(আই)এম আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটিয়েছে। বনশ্রী দেবীর কথা অনুসারে, "সিপি(আই)এম থেকে কয়েকজন আমাদের দলে এসেছে। তাদের তৃণমূলের সদস্য বলে মনে করি না আমরা। আর এটা তাদের কাজ"
জানা গিয়েছে, গতকাল রাতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন বিধায়ক।
শরপাইয়ের কাছে গাড়ি থেকে নামেন বিধায়ক। সেই সময় বিধায়কের লক্ষ্য করে বোমা মারা হয়। তবে বোমা এসে লাগে তাঁর গাড়িতে। নিরাপত্তা রক্ষীদের চেষ্টায় ঘটনাস্থল থেকে পালাতে পারেন বিধায়ক। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দয়ারাম দোলাই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁকে আজ আদালতে তুললে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুসারে, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই বিধায়কের গাড়ি লক্ষ্য করে বোমা মারার ঘটনাটি ঘটে।
যদিও এই প্রসঙ্গে বিধায়ক জানিয়েছেন, সিপি(আই)এম আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটিয়েছে। বনশ্রী দেবীর কথা অনুসারে, "সিপি(আই)এম থেকে কয়েকজন আমাদের দলে এসেছে। তাদের তৃণমূলের সদস্য বলে মনে করি না আমরা। আর এটা তাদের কাজ"
জানা গিয়েছে, গতকাল রাতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন বিধায়ক।

No comments