ধর্মঘটের দিন বাধ্যতামূলক ভাবে খোলা রাখতে হবে স্কুল-কলেজ! নির্দেশ শিক্ষামন্ত্রীর।
নজরবন্দি ব্যুরোঃ ১২ দফা দাবিতে দেশজুড়ে ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছে বামপন্থীরা। আগামী ৮ ও ৯ জানুয়ারি বামেদের ডাকা ভারত বনধ অনুষ্ঠিত হতে চলেছে। একাধিক ব্যাঙ্ক কর্মী সংগঠন, শিক্ষক সংগঠন, ছাত্র-যুব সংগঠন এই ধর্মঘট কে সমর্থন করেছে।
পাশাপাশি পুরো দেশের মধ্যে তৃণমূল ছাড়া বিজেপি বিরোধী প্রায় সব দল এই বন্ধ কে সমর্থন করেছে। এদিকে আজ আজ CITU-র পক্ষ থেকে চিঠি দিয়ে বনধের দু'দিন রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। কিন্তু সেই আর্জিতে কর্নপাত করেনি রাজ্য সরকার। উলটে স্কুল, কলেজ খোলা রাখতেই হবে বলে নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
তিনি CITU-র চিঠির উত্তরে সাংবাদিকদের জানান বনধের দুদিন স্কুল কলেজ খোলা রাখতেই হবে, পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রশ্নই নেই। ৩৪ বছর বামেরা বাংলাকে অর্থনীতি, শিক্ষায় পিছিয়ে দিয়েছে পাশাপাশি কৃষকদের চাষ থেকে বঞ্চিত করেছে বন্ধ ডেকে তাই এখন আর নতুন করে সময় নষ্ট করার সময় নেই। এখন এগিয়ে যাওয়ার সময়!
বাম জমানায় শেষ ১৩ বছরে পার্থ বাবুর দল তৃণমূল কেন ৭৩টা বন্ধ ডেকেছিল তা অবশ্য আজ বলেননি পার্থ বাবু!
পাশাপাশি পুরো দেশের মধ্যে তৃণমূল ছাড়া বিজেপি বিরোধী প্রায় সব দল এই বন্ধ কে সমর্থন করেছে। এদিকে আজ আজ CITU-র পক্ষ থেকে চিঠি দিয়ে বনধের দু'দিন রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। কিন্তু সেই আর্জিতে কর্নপাত করেনি রাজ্য সরকার। উলটে স্কুল, কলেজ খোলা রাখতেই হবে বলে নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বাম জমানায় শেষ ১৩ বছরে পার্থ বাবুর দল তৃণমূল কেন ৭৩টা বন্ধ ডেকেছিল তা অবশ্য আজ বলেননি পার্থ বাবু!

No comments