Header Ads

যুব তৃণমূলের হাতে আক্রান্ত মূল তৃণমূল কর্মীরা! আবার উত্তপ্ত বাসন্তী।

নজরবন্দি ব্যুরো: আবার শাসক দলের গোষ্ঠী-সংঘর্ষের জেরে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, বৃহস্পতিবার রাত থেকে এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুর হয়। এর পরে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর লোকেদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। শুরু হয় বোমাবাজি।
পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশের টহলদারি চলছে।
অভিযোগ, স্থানীয় যুব তৃণমূল নেতা তথা ইউসুফ আনসারির বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁর বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি-বোমা মারে বলেও অভিযোগ। এই ঘটনার খবর ছড়াতেই এলাকার যুব তৃণমূল কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তৃণমূলেরই প্রাক্তন পঞ্চায়েত প্রধান আফতার মোল্লাসহ মোট ১৪ জনের নামে বাসন্তী থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে আইনুল গায়েন নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে বাসন্তী থানার পুলিশ।
গতকাল সকাল থেকে এলাকা আবার উত্তপ্ত হয়ে ওঠে।
বাসন্তীর এক তৃণমূল নেতার অভিযোগ, বাসন্তী থানা এলাকারে একাধিক জায়গাতে মূল তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে যুব তৃণমূল কর্মীরা। দোকান, বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.