"বিজেপি করার অপরাধে স্ত্রীকে ধর্ষন।" বিস্ফোরক শমীক ভট্টাচার্য।
নজরবন্দি ব্যুরোঃ বুধবার সন্ধ্যেবেলা ছেলেকে টিউশন পড়তে দিয়ে বাড়ি ফেরার পথে গণধর্ষনের শিকার হন খড়দহের পাতুলিয়ার বাসিন্দা এক মহিলা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নির্যাতিতা মহিলা ও তার পরিবারের পাশে দাঁড়ালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
শুক্রবার নির্যাতিতা মহিলার সাথে দেখা করে কথা বলেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "চারিদিকে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষ প্রতিবাদের ভাষা হারিয়েছে। একটা ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরণের ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।"
শমীক বাবুর আরও অভিযোগ, "নির্যাতিতার স্বামী স্থানীয় বিজেপি নেতা। বিজেপি করার অপরাধে খুন, বাড়িতে আগুন লাগানোর মতো ঘটনক তো ছিলই। এবার বিজেপি করার অপরাধে স্ত্রীকে ধর্ষন করা হল। রাজ্যে রাজনৈতিক মতাদর্শের স্থান বা গণতন্ত্র বলে কিছুই নেই।"
শমীক বাবুর আরও অভিযোগ, "নির্যাতিতার স্বামী স্থানীয় বিজেপি নেতা। বিজেপি করার অপরাধে খুন, বাড়িতে আগুন লাগানোর মতো ঘটনক তো ছিলই। এবার বিজেপি করার অপরাধে স্ত্রীকে ধর্ষন করা হল। রাজ্যে রাজনৈতিক মতাদর্শের স্থান বা গণতন্ত্র বলে কিছুই নেই।"
কোন মন্তব্য নেই