Header Ads

এবার আয়কর দফতরের নজর দুর্গা পুজতে!


 নজরবন্দি ব্যুরোঃ এবার বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজর দিকে চোখ আয়কর দফতরের। এই রাজ্যে দুর্গা পুজর খরচ কয়েক হাজার কোটি টাকা। পুজতে ডেকরেটর, প্রতিমা শিল্পী, লাইট, সাউন্ড সবাইকে টাকা মেটান পুজ কমিটি।
অথচ সে বাবদ টিডিএস জমা করেননা কেউ। তাই এবার কোলকাতার ৪০টি বড় পুজ কমিটিকে আগামী সোম ও মঙ্গল বার পুজর হিসেব নিয়ে আয়কর ভবনে দেখা করতে বলা হয়েছে। দফতরের হিসেব অনুযায়ী গত বছর এই রাজ্যে পুজতে খরচ হয়েছে ৫ হাজার কোটি টাকা, কিন্তু বেশির ভাগ পুজ কমিটি টিডিএস দেননি।


এই দফতরের এক কর্তার কথাই “ এখন তো থিম পুজর রমরমা, আর তা করা হচ্ছে পেশাদারদের নিয়ে সে ক্ষেত্রে ১০ শতাংশ আয়কর দফতরের পাওয়ার কথা”। অপরদিকে আয়কর দফতরের চিঠি পেয়ে ধন্দে পুজ কমিটি গুলি। তারা বুঝতে পারছেন না টিডিএস কোন শালের খরচের উপর কাটা হবে। এই রাজ্যে পুজতে শুধু টিডিএস-এর উপর থেকে আয়কর দফতরের ঘরে জমা পরত আনুমানিক ১০০ কোটি টাকা।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.