মোদীকে ট্রাম্পের কুরুচিকর আক্রমণ, নজির সৃষ্টি করে রুখে দাঁড়ালো কংগ্রেস।
নজরবন্দি ব্যুরোঃ আফগানিস্তানে একটি লাইব্রেরি স্থাপন করেছে ভারত। এই প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহাস করে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, "আমেরিকায় মনে হয় ভারত একটি লাইব্রেরি তৈরি করেছে। তবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সেই লাইব্রেরি সেটা মনে হয় কোনো কাজে আসছে না।"
ট্রাম্পের এই মন্তব্যের পরেই নজির সৃষ্টি করে নরেন্দ্র মোদীর সমর্থনে সুর চড়িয়েছে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতা রনদীপ সুরজেওয়ালা বলেন, "প্রধানমন্ত্রীকে নিয়ে মশকরা বন্ধ করুন। আমেরিকার বানী আমাদের প্রয়োজন নেই। মনমোহন সিংএর সময় থেকেই আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে ভারত।" একই ভাবে মোদীর পাশে দাঁড়িয়ে আহমেদ প্যাটেল বলেছেন, "প্রধানমন্ত্রী সম্পর্কে ট্রাম্পের মন্তব্য মোটেই সুরুচির পরিচয় দেয় না। আশা করছি মোদী সরকার ট্রাম্পের এই মন্তব্যের যোগ্য জবাব দেবে।"
রাফাল এবং চপার কেলেঙ্কারি নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বিবাদ চরমে। কিন্তু তারই মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণের প্রত্যুত্তরে রুখে দাঁড়িয়ে যোগ্য জবাব দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। এরকম সৌজন্যের নজির সত্যিই বিরল, বলছে রাজনৈতিক মহল।
ট্রাম্পের এই মন্তব্যের পরেই নজির সৃষ্টি করে নরেন্দ্র মোদীর সমর্থনে সুর চড়িয়েছে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতা রনদীপ সুরজেওয়ালা বলেন, "প্রধানমন্ত্রীকে নিয়ে মশকরা বন্ধ করুন। আমেরিকার বানী আমাদের প্রয়োজন নেই। মনমোহন সিংএর সময় থেকেই আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে ভারত।" একই ভাবে মোদীর পাশে দাঁড়িয়ে আহমেদ প্যাটেল বলেছেন, "প্রধানমন্ত্রী সম্পর্কে ট্রাম্পের মন্তব্য মোটেই সুরুচির পরিচয় দেয় না। আশা করছি মোদী সরকার ট্রাম্পের এই মন্তব্যের যোগ্য জবাব দেবে।"
কোন মন্তব্য নেই