Header Ads

খুলতে চলেছে হবু শিক্ষকদের ভাগ্য! লোকসভার আগেই সব কাজ শেষ করতে চাইছে কমিশন।

নজরবন্দি ব্যুরো: রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা অনেক দিনের। লোকসভার আগেই সেই সব সমস্যার সমাধান হতে পারে। এমনটাই মনে করেন হবু শিক্ষকদের একটা বড় অংশ। কমিশন সূত্র থেকে পাওয়া খবর অনুসারে , সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষ নাগাদ নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন। এখনও শূন্য পদ নিয়ে কিছু জটিলতা আছে। আর সেই কারণে আটকে রয়েছে ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের ভাগ্য। ওই সূত্রের আরও দাবি, নবম ও দশমের দ্বিতীয় কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি হতে পারে চলতি মাসের ২০ তারিখের মধ্যে। এর পাশাপাশি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন।
লোকসভার আগেই এই সমস্যার নিষ্পত্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক। যদি কমিশনের এই সব সিদ্ধান্ত গুলি কার্যকর হয়, তাহলে ১৭ হাজার হবু শিক্ষকের ভাগ্য খুলতে চলেছে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.