Header Ads

ফের বড় পর্দায় আসছে সার্কিট-মুন্না জুটি।

নজরবন্দি ব্যুরোঃ ২০০৩সালে রাজকুমার হিরানি পরিচালিত ছবি "মুন্নাভাই এম বি বি এস" এর মাধ্যমে সিনেমাপ্রেমী দর্শকরা সুপারহিট জুটি পান মুন্নাভাই ও সার্কিট কে।
অর্থাৎ সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ারশি কে।কিন্তু এর পর হিরানি র সঙ্গে দেখা যায়নি আরশাদ কে।অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আবার একসাথে কাজ করতে চলেছেন আরশাদ হিরানি।আবার বড়পর্দায় আসতে চলেছে মুন্নাভাই সিক্যুয়েল।
অর্থাৎ পর্দায় আবার সার্কিট-মুন্না জুটি।খবরটি জানিয়েছেন আরশাদ নিজেই।সম্ভবত ছবির নাম হতে চলেছে মুন্নাভাই ৩।ছবির চিত্রনাট্যের কাজ শেষের দিকে।এবছর মাঝামাঝি বা শেষের দিকে শুরু হবে শ্যুটিং।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.