Header Ads

অনুমোদিত পদে অবিলম্বে শিক্ষক-অশিক্ষক নিয়োগ করার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী।

নজরবন্দি ব্যুরোঃ ২০১৬ সালের ৭ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছিলেন ৬ মাসের মধ্যে শিক্ষক অশিক্ষক শূণ্যপদে নিয়োগ করতে হবে। কিন্তু তাঁর পর ৩ বছর কেটে গেলেও কোন নিয়োগ হয়নি। আর তা নিয়েই এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
অনুমোদিত শিক্ষক-অশিক্ষক শূণ্যপদে অবিলম্বে নিয়োগ করার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী। গতকাল বিকাশ ভবনে উচ্চশিক্ষা সংসদের বৈঠকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে এই নির্দেশ দেন তিনি। বিকাশ ভবনে পার্থ বাবু এদিন বলেন  "ক্যাবিনেটের অনুমোদনের পরও বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষক নিয়োগ করেনি। ২০১৬ সালের ৭ জানুয়ারি মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ৬ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ করতে হবে। তারপরও অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোনওরকম ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা চাই অবিলম্বে অনুমোদিত পদগুলিতে নিয়োগ করা হোক‌। নাহলে CBCS নষ্ট হবে। যদি শিক্ষক না থাকে, তাহলে শুরুতে উপস্থিতি দিয়ে তো হবে না। এই নির্দেশের পরও শিক্ষক নিয়োগ না করা হলে শিক্ষা দপ্তর থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অনুমোদন বাতিল করে দেওয়া হবে। তখন নতুনভাবে অনুমোদন নিতে হবে।"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.