Header Ads

তৃণমূল সাংসদকে খুনের চক্রান্তের অভিযোগ এসডিপিও-র বিরুদ্ধে!

নজরবন্দি ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগেই সামনে আসতে চলেছে তৃণমূলের বিভিন্ন কেচ্ছা। তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ-র সরাসরি অভিযোগ বিষ্ণুপুরের এসডিপিও সুকমল দাসের বিরুদ্ধে।
সাংসদের ঠিক কি অভিযোগ? বিষ্ণুপুরের এসডিপিও নিজের লক্ষ্য পূরণের জন্য নাকি খুন করতে চান তৃণমূল সাংসদকে। অর্থাৎ সৌমিত্র খাঁ-কে খুন করে ওই জায়গা থেকে সাংসদ হতে চান এসডিপিও। সাংসদের কথা অনুসারে," আরামবাগ অথবা বিষ্ণুপুর থেকে তৃণমূলের প্রার্থী হতে চাইছে সুকমল দাস। সেই কারণে আমাকে সরিয়ে দিতে চাইছে।"
সাংসদ আরও জানিয়েছেন, " মঙ্গলবার আমার বিষ্ণুপুরের আপ্ত-সহায়ক সুশান্ত দাঁ ওরফে গোপীকে তুলে নিয়ে যায় সুকমল দাস। ওকে গুম করে দেবার হুমকি দিয়েছে।"
সাংসদ বলেন, সুকমল দাস গোপীকে বলেছে, " তোকে গুম করে দেব। তোর এমপি সাহেবকে মার্ডার করে দেব।"
এর পরে সাংসদ অভিযোগ করেন , " আমাকে ও মার্ডার করে ও রাজনীতিতে আসতে চাইছেন।"
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিষ্ণুপুরে গিয়ে আন্দোলনে নামবার হুমকি দিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ।
তিনি বলেন, বুধবার এই ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করব। পুলিশ গুলি করে মারতে চাইলে গুলি করতে পারে। কিন্তু ওই এসডিপিও-র অত্যাচার সহ্য করব না। তিনি এই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলে জানিয়েছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.