পশ্চিম মেদিনীপুরে বনধের ভাল প্রভাব! বনধ ভেস্তে দিতে বেশ সচেষ্ট ছিল প্রশাসন।
নজরবন্দি ব্যুরো: মোদী সরকারের একাধিক জন-বিরোধী নীতির প্রতিবাদে আজ ও আগামীকাল গোটা দেশ জুড়ে সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটে সামিল আইএনটিইউসি ও সিটু সহ আঠেরোটি বাম শ্রমিক সংগঠন। বেলা বাড়ার শুরু থেকে একাধিক জেলাতে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে থেকে। গ্রেফতার হয়েছেন সুজন চক্রবর্তী, অনাদি সাউয়ের মতো নেতারা।
বহু এলাকায় রেল, বাস ও রাস্তা আটকে অবরোধ করেন বাম সমর্থকরা।
আর এর জেরে সাধারণ জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে।
আজ পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক বাজারের কাছেই অবরোধ করেন বনদ সমর্থকরা। আটকে যায় সরকারি বাস সহ একাধিক গাড়ি। এর পাশাপাশি বালিচকে রাজ্য সড়ক অবরোধ করলে সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা।
অপর দিকে, এই বনধের সমর্থনে বাম সমর্থকরা ঘাটালে পথ অবরোধ করেন। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পরে প্রশাসনের হস্তক্ষেপে এই রাস্তা অবরোধ ওঠে।
এদিন মুখ্যমন্ত্রীর কথা মতন জেলার একাধিক প্রান্তে বাস নামান হয়।
কিন্তু আন্দোলন কারীদের তাণ্ডবে সেই সব বাস গুলো আটকে পড়ে রাস্তায়-রাস্তায়। আবার গপিগঞ্জ বাজারে বনধের সমর্থকরা রাস্তার উপর ব্যাঞ্চ পেতে বসে পড়েন। এছাড়া বনধের সমর্থকদের তাণ্ডবে আটকে পড়ে হাওড়া লোকাল। তবে আজ সারাদিন বনধ ভেস্তে দিতে বেশ সচেষ্ট ছিল প্রশাসন।
বহু এলাকায় রেল, বাস ও রাস্তা আটকে অবরোধ করেন বাম সমর্থকরা।
আজ পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক বাজারের কাছেই অবরোধ করেন বনদ সমর্থকরা। আটকে যায় সরকারি বাস সহ একাধিক গাড়ি। এর পাশাপাশি বালিচকে রাজ্য সড়ক অবরোধ করলে সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা।
অপর দিকে, এই বনধের সমর্থনে বাম সমর্থকরা ঘাটালে পথ অবরোধ করেন। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পরে প্রশাসনের হস্তক্ষেপে এই রাস্তা অবরোধ ওঠে।
এদিন মুখ্যমন্ত্রীর কথা মতন জেলার একাধিক প্রান্তে বাস নামান হয়।
কিন্তু আন্দোলন কারীদের তাণ্ডবে সেই সব বাস গুলো আটকে পড়ে রাস্তায়-রাস্তায়। আবার গপিগঞ্জ বাজারে বনধের সমর্থকরা রাস্তার উপর ব্যাঞ্চ পেতে বসে পড়েন। এছাড়া বনধের সমর্থকদের তাণ্ডবে আটকে পড়ে হাওড়া লোকাল। তবে আজ সারাদিন বনধ ভেস্তে দিতে বেশ সচেষ্ট ছিল প্রশাসন।

No comments