Header Ads

কালনা পর্যটন ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা।

রাহুল রায়, পূর্ব বর্ধমান:কালনা শহর একটি পর্যটন শহর, বহু ঐতিহাসিক দৃশ্য এখানে বিরাজমান। দেবদেবীর মন্দির, মসজিদ, গীর্জার অবস্থানে কালনা এক মিলন ক্ষেত্র। আর সেই কারণেই পশ্চিমবঙ্গ সরকার এই শহর কে পর্যটন শহর হিসাবে চিহ্নিত করেছে।
প্রত্যেক বছরের মত এবছরেও কালনা 'পর্যটন' শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু। কালনা পুরোসভার সমস্ত ওয়ার্ডে ঘুরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার অন্যতম আকর্ষন ছিল আদিবাসী নৃত্য। শোভাযাত্রায় অংশ নেন এলাকার বহু মানুষ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.