Header Ads

বলছি,মানুষ যুদ্ধে নামো, থাকবি কত চুপ সাথী আর! ধর্মঘট সমর্থনে কলম ধরলেন মন্দাক্রান্তা।

নজরবন্দি ব্যুরোঃ  দেশ জুড়ে বেকার সমস্যা মহামারীর আকার নিচ্ছে ক্রমশ। রাজ্যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে অন্যান্য সরকারি ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার জটিলতায় চাকরি হীন অবস্থায় দিন কাটাচ্ছে যুব সমাজ। দেশের অবস্থাও তথৈবচ। সমস্ত মানুষের কাজের দাবি, শ্রমজীবী মানুষের ন্যূনতম বেতন এবং পেনশনের ব্যবস্থা সহ পুঁজিবাদ বিরোধী একাধিক দাবিতে আগামি ৮ ও ৯ জানুয়ারী সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডেকেছে বামেরা। আর বামেদের এই ধর্মঘটকে নজিরবিহীন ভাবে সমর্থন জানিয়েছে হবু শিক্ষক এবং চাকরি পদপ্রার্থীরা। ছাত্র যুব অধিকার মঞ্চের পক্ষ থেকে এই ধর্মঘট কে শুধু সমর্থনই করা হয়নি রীতিমত ধর্মঘট সফল করার দাবিতে পোস্টারিং পর্যন্ত হয়েছে। বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে এবং আইএনটিইউসি-সহ বিভিন্ন সংগঠনের সমর্থনে দেশজুড়ে ধর্মঘটের আজ ২য় দিন। বামেদের সারা ভারতব্যাপি ধর্মঘটের সমর্থনে কলম ধরলেন কবি মন্দাক্রান্তা সেন।
হাতিয়ার মন্দাক্রান্তা সেন
"সফল হবে আমার লড়াই সফল হবে ধর্মঘটও কে তুমি ভাই মানছ না তা স্বার্থপরের কর্মরত তোমার আমার সব প্রতিবাদ আমরা জানাই এ হরতালে আজও কারা খুব উদাসীন তোমার ওপর কী বর্তালে বুঝবে তখন খুব জরুরি এই প্রতিবাদ ভারত জুড়ে আজও যদি নাই বোঝো তা নিজের কবর নিজেই খুঁড়ে রাখছ তুমি, বুঝছ না যে এ ধর্মঘট কী দরকারি শ্রমিক কৃষক সবার লড়াই এ হরতালে লড়তে পারি বলছি, মানুষ যুদ্ধে নামো থাকবি কত চুপ সাথী আর এ ধর্মঘট এ বিদ্রোহ তোমার আমার এই হাতিয়ার।"

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.