Header Ads

বনধের দ্বিতীয় দিনেও ধুন্ধুমার! স্তব্ধ দিনহাটায।

সায়ন দাসঃ সারা দেশ জুড়ে সতেরোটি বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা দু'দিন ব্যাপী ধর্মঘটের দ্বিতীয় দিনেও ধুন্ধুমার কোচবিহারের দিনহাটায়। ধর্মঘটের প্রথম দিন কোচবিহারে অভিষেক ব্যানার্জির জনসভার কারণে ব্যাপক নিরাপত্তার মধ্যেও ধর্মঘট বেশ কিছুটা সাফল্য পায়। প্রথমদিনের সফলতার অক্সিজেন নিয়ে এদিন ভোর থেকেই রাস্তায় ছিল বামফ্রন্টের এর ছাত্র-যুব-শ্রমিক-কিষান সংগঠনের নেতা কর্মীরা। এদিন সকাল আটটা নাগাদ দিনহাটা সিটু কার্যালয়ের সামনে জমায়েত করে দিনহাটার বাম কর্মীরা। প্রসঙ্গত, বামেদের এই বিজেপি বিরোধী বনধ গতকাল অনেকাংশে সফল হলে বামফ্রন্টের নেতৃবৃন্দ দ্বিতীর দিনও কর্মীদের রাস্তায় থেকে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন। অপর দিকে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গতকাল ধর্মঘটিদের হুঁশিয়ারি দেন ফের রাস্তা আটকালে যুদ্ধ বাধবে, এমতবস্থায় বাম কর্মীদের কাছে বনধের দ্বিতীয় দিনও ছিল যথেষ্ট চ্যালেঞ্জের।
উত্তরবঙ্গের সীমান্তবর্তী শহর দিনহাটার বাম কর্মী সমর্থকরা শহরে মিছিল শুরু করলেও পুলিশ বাধা দিতে আসে। এরপরেই গ্রেফতার করা হয় বাম ছাত্র নেতা শুভ্রালোক দাস , বামফ্রন্ট নেতা প্রবীর পাল , প্রবোধ নাগ , মহিলা সমিতি নেত্রী সুজাতা চক্রবর্তী সহ প্রায় শতাধিক কর্মীদের।  নেতৃবৃন্দ গ্রেফতার হলেও অনেক বামকর্মী শহরে ধর্মঘটের কর্মসূচি চালিয়ে যান, এখন পর্যন্ত দিনহাটায় ধর্মঘটের প্রভাব ভালই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.