এবার উদ্বাস্তুদের জমির স্বত্ব দিতে চায় রাজ্য! জানালেন মুখ্যমন্ত্রী।
নজরবন্দি ব্যুরো: কলোনির উদ্বাস্তুদের হাতে এবার জমির স্বত্ব তুলে দেবার উদ্যোগ নিল রাজ্য সরকার। বহু বছর ধরে সরকারের জমিতে যে সমস্ত উদ্বাস্তু পরিবার রয়েছেন তাঁরা অনেকে লিজের কাগজ হাতে পেয়েছেন, কিন্তু দলিল এখনও হাতে পাননি।
বুধবার রানাঘাটের হবিবপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, “ রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসককে জমি ও উদ্বাস্তুদের একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কারের পাশাপাশি উদ্বাস্তু ও পুনর্বাসন দপ্তরকেও দ্রুত তালিকা চূড়ান্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
খাস কলকাতার বুকে একটা বড় অংশের মানুষ পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে এসে শহরের বিভিন্ন কলোনিতে রয়েগেছে বহু বছর।
অনেকে সেই জমিতে বহুতল তুললেও ফ্ল্যাটের মালিকানা এখনও হাতে পাননি। বৈধ নথি না থাকায় পুরকর যেমন দিতে হয় না, তেমনই অনেক সরকারি সুযোগ সুবিধাও থেকেও বঞ্চিত হচ্ছেন বছরের পর বছর। মুখ্যমন্ত্রীর স্বত্ব দেওয়ার ঘোষণায় সেই সংকট মিটবে বলে অনেকের অনুমান।
খাস কলকাতার বুকে একটা বড় অংশের মানুষ পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে এসে শহরের বিভিন্ন কলোনিতে রয়েগেছে বহু বছর।
অনেকে সেই জমিতে বহুতল তুললেও ফ্ল্যাটের মালিকানা এখনও হাতে পাননি। বৈধ নথি না থাকায় পুরকর যেমন দিতে হয় না, তেমনই অনেক সরকারি সুযোগ সুবিধাও থেকেও বঞ্চিত হচ্ছেন বছরের পর বছর। মুখ্যমন্ত্রীর স্বত্ব দেওয়ার ঘোষণায় সেই সংকট মিটবে বলে অনেকের অনুমান।
কোন মন্তব্য নেই