Header Ads

একই দিনে জোড়া ধাক্কা। এবার বোলপুরের তৃণমূল সাংসদ যোগ দিচ্ছেন বিজেপিতে।

নজরবন্দি ব্যুরোঃ আজ দুপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। সেই দিনেই শাসক দলের আরও এক উইকেট পতন ঘটলো। বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরা যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে।

একসময়ে বিশ্বভারতীর অধ্যাপক অনুপম হাজরাকে খুঁজে এনেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। কিন্তু ক্রমেই অনুপমের সাথে সম্পর্ক খারাপ হয়েছে দলের৷ মুকুল রায় তৃণমূল ছাড়ার পরেই তলে তলে তার সাথে যোগাযোগ বাড়াচ্ছিলেন অনুপম হাজরা। সঙ্গে ছিলেন সৌমিত্র খাঁও। ঠিক ছিল, লোকসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দেবেন তৃণমূল সাংসদ অনুপম।

এদিকে আজ দুপুরে সৌমিত্র খাঁ বিজেপিতে যোগ দেওয়ার পরেই অনুপমকেও দল থেকে বহিষ্কার করলো তৃণমূল। বোলপুর থেকে এবার যে তৃণমূলের হয়ে টিকিট পাবেন না তিনি তা একপ্রকার নিশ্চিত ছিল। এবার তৃণমূলের আরও এক গুরুত্বপূর্ণ নেতা তাই হাতে তুলে নিচ্ছেন গেরুয়া পতাকা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.