Header Ads

ফেসবুক লাইভে এসে গায়িকা সোমলতা জানালেন হেনস্থার গোটা ঘটনা।

 নজরবন্দি ব্যুরোঃ হেনস্থার মুখে পড়ে ফেসবুক লাইভে এসে গায়িকা সোমলতা জানালেন গোটা ঘটনাই ইচ্ছে করে করা হয়েছে
গতকাল ধূপগুড়িতে সোমলতা ও তাঁর ব্যান্ডের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালীন সাউন্ড সিস্টেমের সমস্যা থাকা নিয়ে একদল ব্যক্তি ঝামেলা বাধানোর চেষ্টা করেন বলে জানিয়েছেন সোমলতা। অর্ণব সাহা নামে একব্যক্তির নামে অভিযোগও এনেছেন গায়িকা।

অনুষ্ঠান শুরুর পরই অর্ণব বারবার মঞ্চে ওঠার চেষ্টা করেন। একসময় উঠেও পড়েন। অভিযুক্ত ব্যক্তির দাবি ছিল যে অনুষ্ঠানে আসা দর্শকরা কোনওভাবেই সোমলতার গান শুনতে পাচ্ছেন না। আরও কি বলেছেন সোমলতা? শুনুন নিচের লিঙ্কে ক্লিক করে। 


https://www.facebook.com/somlataandtheaces/videos/234159414003151/

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.